সহযোগী অধ্যাপক হলেন ৫৯৩ চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৫, ০৫:২৬
দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত ৫৯৩ চিকিৎসক সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি পেয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ১৭ নভেম্বরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত চিকিৎসকদের পদোন্নতির বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে, জাতীয় বেতন স্কেল–২০১৫-এর ষষ্ঠ গ্রেডে ৩৫,৫০০–৬৭,০১০ টাকা বেতনক্রমে চিকিৎসকদের পদোন্নতি প্রদান করা হয়েছে।
পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা বর্তমান পদ ও কর্মস্থলে (ইনসিটু) দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও নির্দেশ দেওয়া হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের ২৪ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় জমা দিতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতি পাওয়া চিকিৎসকদের বিভাগের হিসেবে সংখ্যা নিম্নরূপ, অ্যানাটমি ৭ জন, এন্ডোক্রাইনোলজি ৩০ জন, কার্ডিওলজি ১৫৭ জন, ক্লিনিক্যাল প্যাথলজি ৬ জন, পেডিয়াট্রিকস ২৭৯ জন, বায়োকেমিস্ট্রি ৩১ জন, মেডিকেল অনকোলজি ৬ জন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ৬৫ জন, ল্যাবরেটরি মেডিসিন ১২ জন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুপারনিউমারারি পদে পদোন্নতি প্রাপ্ত চিকিৎসকদের ক্ষেত্রে প্রযোজ্য সব বিধি-বিধান যথাযথভাবে মানা হবে। পাশাপাশি পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত পদ বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না।
এই পদোন্নতির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও চিকিৎসকদের পেশাগত উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদোন্নতি কর্মীদের নৈতিক প্রেরণা বাড়াবে এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করবে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন