মজলুম থেকে জালিম হইয়েন না: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৫, ০১:৩০
ফ্যাসিবাদ নিজের ঘারে চাপিয়ে না নেওয়ার অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ‘মজুল থেকে জালিম’ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ লিখেছেন, ‘মজলুম থেকে জালিম (অত্যাচারী) হইয়েন না, ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না।’
যদিও পোস্টটি কোন প্রেক্ষিতে তিনি দিয়েছেন, কাদের উদ্দেশে দিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করেননি। তবে নেটিজেনরা মনে করছেন, সম্প্রতি সারা দেশে বাউলদের ওপর এবং আজ রাজধানীতে গানের আর্তনাদ অনুষ্ঠানে হামলার ঘটনার প্রেক্ষাপটে আসিফ এমন স্ট্যাটাস দিয়েছেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন