freatured banner

বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৫, ০৫:০৯

বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

মানিকগঞ্জসহ দেশের কয়েকটি জায়গায় বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে এবং হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, “নির্বাচন বা বাউল বিষয়ে কোনো আলাপ হয়নি। তবে যারা বাউলদের ওপর হামলা করেছেন, তাদের খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। মানিকগঞ্জের পুলিশ ইতিমধ্যেই কাজ করছে। অন্যান্য এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। সাংবাদিকেরা দ্রুত ফলাফল জানতে পারবেন।”

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাউল ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এবং আসন্ন নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা হয়েছে কি না। এ বিষয়ে শফিকুল আলম স্পষ্ট করেন, বৈঠকে নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি, তবে বাউলদের ওপর হামলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

freatured banner

এর আগে ১৯ নভেম্বর রাতে পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে মাদারীপুরের একটি গানের আসর থেকে আটক করে পুলিশ। তাঁর মুক্তির দাবিতে ২৩ নভেম্বর মানিকগঞ্জে মানববন্ধনের জন্য সমবেত হওয়া বাউলদের ওপর হামলা চালায় ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতা’ ব্যানারে থাকা একদল ব্যক্তি।

আবুল সরকারের গ্রেপ্তার ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ঠাকুরগাঁওয়ে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময়ও বাউলদের ওপর হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং আবুল সরকারকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জাতীয়

সর্বশেষ সংবাদ