freatured banner

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৫, ০৪:৪৬

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার সময়সূচি জানা গেছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে এই পরীক্ষা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২ বা ৩ জানুয়ারি ছয় বিভাগে একযোগে এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছি।

freatured banner

ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের আসন বিন্যাসসহ প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ জানান, ২ বা ৩ জানুয়ারি পরীক্ষা আয়োজনের বিষয়টি নিশ্চিত করে আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা আসন বিন্যাসসহ অন্যান্য কাজ এগিয়ে নিচ্ছি।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেনও একই নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চলতি বছরের ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ১৬৬টি পদে নিয়োগের জন্য ১২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ ধাপের আবেদনের সময়সীমা বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত। নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চাকরির খবর

সর্বশেষ সংবাদ