ইবি শাখা ছাত্রীসংস্থার উদ্যোগে ‘উইন্টার ফেস্ট’
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৫, ০৪:১৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ আবাসিক হলে ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘উইন্টার ফেস্ট’। এতে শুধু ওই হলের শিক্ষার্থীরাই অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তবে অন্যান্য হলেও আয়োজকরা অনুরূপ আয়োজন করার পরিকল্পনা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় কিরাত প্রতিযোগিতার মাধ্যমে দিনব্যাপী আবাসিক এরিয়ায় অনুষ্ঠান শুরু হয়। পরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত খেলা ‘হাঁড়িভাঙা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় IQ টেস্ট। দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতির পর বাকি কার্যক্রম শুরু হয়। বিকেলে অনুষ্ঠিত হয় ‘সুঁই–সুতায় সুতা পরানো’ প্রতিযোগিতা এবং ‘পিলো পাসিং’।
এ বিষয়ে ইবি ছাত্রীসংস্থার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক উইন্টার ফেস্ট-এর আয়োজন করা হয়েছে। জুলাই-৩৬ হলের সকল আবাসিক ও অনাবাসিক ছাত্রীদের নিয়ে পাঁচটি ইভেন্টের মাধ্যমে আয়োজনটি সম্পন্ন হয়েছে এবং বাকি দুই ছাত্রী হলে অনুরূপ আয়োজন বাস্তবায়নের পরিকল্পনা আছে।”
সভানেত্রী আরও জানান, “একেকটি হল একেকটি পরিবারের মত, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা অবস্থান করছে। সময়ের পরিক্রমায় তরুণসমাজ আজ অনেক বেশি প্রযুক্তিনির্ভর, যার দরুন আমরা সুস্থ সংস্কৃতি ভুলে প্রযুক্তির যাতাকলে আটকে পড়েছি। আজকের এই আয়োজনের মাধ্যমে জুলাই-৩৬ হলের ছাত্রী বোনেরা সুন্দর একটি দিন কাটাতে পেরেছে। আনন্দ, জয়-পরাজয় ভাগাভাগি করে নিয়েছে এবং একে অপরকে উৎসাহিত করেছে, যা আজকের আয়োজনটিকে চমকপ্রদ করে তুলেছে, আলহামদুলিল্লাহ।”
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন